ভয়েস অব মেহেরপুর এর সংবাদ প্রচারের পর ভাটপাড়া ডিসি ইকো পার্কের জঙ্গল কেটে ছাপ
গাংনী অফিস: মেহেরপুর গাংনী উপজেলার ভাটপাড়া ডিসি ইকো পার্কের ভীতরের ঝোপঝাড় কেটে পরিস্কার করা হয়েছে
শনিবার (১৬ ই সেপ্টেম্বর) ভাটপাড়া ডিসি ইকো পার্কে গেলে দেখা যায় পার্কের ভিতরের যে ঝোপঝাড় অপ্রয়োজনীয় গাছ পালা ছিলো তা কেটে ফেলা হয়েছে ১ মাস আগে এই সব ঝোপঝাড় জঙ্গল নিয়ে ভয়েস অব মেহেরপুর একটি নিউজ করেছিলেন সেই নিউজ জেলা প্রশাসকের নজরে আসলে ইকো পার্কের ইজারাদাররা সেই সব জঙ্গল কেটে সৌন্দর্য বৃদ্ধি ও ভ্রমণ প্রেমিদের যেনো কোন রকম সমস্যা না হয় সেই দিকে লক্ষ রাখছেন পার্ক কতৃপক্ষ।
এদিকে ধলা গ্রামের বাদশা প্রবাসী শনিবার পার্কে বেড়াতে আসলে তিনি বলেন গত মাসে বেড়াতে এসে অনেক ঝোপঝাড় অপ্রয়োজনীয় গাছ পালা দেখেছিলাম আজ কে এসে দেখি ইকো পার্কের আগের সৌন্দর্য ফিরিয়ে এসেছে। এখন চারিদিকে বেড়াতেও ভালো লাগে আগে সাপ বিচ্ছুর ভয় ছিলো এখন তা নাই।