মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য গাংনী হুদা ফার্মেসী কে জরিমানা

admin
admin
1 Min Read

গাংনী প্রতিনিধি: আমদানিকারক ট্যাগ বিহীন অবৈধ বিদেশি পণ্য ও তারিখ মূল্য বিহীন নিম্নমানের অনুমোদিত কসমেটিক বিক্রি ফিজিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে দুটি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্র্যম্যমান অভিযান।

আজ বুধবার ( ১৭ই মে) দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক গাংনী উপজেলা গাংনী বাজার এলাকায় এই ভ্র্যম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযানে ১ কসমেটিক দোকান ও ১ ফার্মেসীসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযান পরিচালনা করেন, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি বলেন, গাংনী উপজেলার মেসার্স স্বরনীকা কসমেটিকস নামক প্রতিষ্ঠানসহ অপর দিকে গাংনী শহরের হুদা মেডিকেল হল কে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্র্যাম্যমান আদালত কে সহোযোগিতা করেন জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আঃ রাজ্জাক গাংনী উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মশিউর রহমান। সাথে ছিলেন মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

Share This Article