মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

ভয়েস অফ মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মােনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমানকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত মফিজুর মুজিবনগর উপজেলার মােনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম এবং স্কােয়াড কমান্ডার এনামুল হকের নেতৃত্বে ক্যাম্পের সদস্যরা
অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ক্যাম্প কমান্ডার আশরাফউল্লাহ পিপিএম জানান, চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাসপাতাল এলাকায় মফিজুর রহমান অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানাে হয়। অভিযানে মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মফিজুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরােধী কার্যকলাপের অভিযােগের প্রেক্ষিতে মেহেরপুর সদর থানার মামলা হয় যার মামলা নং-০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ)/১০/১১/১২/১৩ মামলাদ্বয়ের এজাহারনামীয় আসামী মামলার পর থেকে সে আত্মগােপনে ছিল। আজ(১৮ নভেম্বর) সােমবার তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।

Share This Article