মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ পুনর্মিলনী
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই), বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর জেলা শাখা কমিটির উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও সমাজ বিশ্লেষক রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, মেহেরপুর জেলা শাখার সভাপতি ও দৈনিক বিজয়ের ব্যবস্থাপনা সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু।
জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও আইন বার্তার মেহেরপুর প্রতিনিধি আতাউর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যন্যের মধ্যে সহ-সভাপতি ও দৈনিক বিজয়ের মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, সদর উপজেলা প্রতিনিধি শাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক হিরক খান, দৈনিক শ্যামবাজারের তরিকুল ইসলাম, দৈনিক বিজয়ের মহিউদ্দিন হিরা, শরিফুল ইসলাম, সোহেল খান, রাজু আহমেদ, আব্দুর রহমান, সাজ্জাদ হোসেন, খলিলুল্লাহ, শফিক সেন্টু, জাকিয়া আক্তার, গাংনী উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, মরজেম হোসেন, রাশেদ খান, আকাশ আহমেদ, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম ও রিন্টুসহ জাতীয় সাংবাদিক সংস্থা’র অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন হেলাল উদ্দিন হিলু সকলকে শুভেচ্ছা জানান এবং ঈদ পরবর্তী দিনগুলো কেমন কেটেছে খোঁজ-খবর নেন। পাশাপাশি দেশ ও দশের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বর্তমান কাঁচামরিচ ও পেঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়েও সমালোচনা করা হয়। একই সময়ে বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক সংবাদগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান জানানো হয়। শুধু তাই নয়, দুর্নীতি ও অনিয়ম থাকলে সেগুলো প্রমান সহকারে তুলে ধরার আহ্বান জানানো হয়।