ভয়েস অব মেহেরপুর:
পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়ন পরিষদের সুবিদপুর গ্রামের সাবেক মেম্বার সোহেলকে আটক করেন।আটক কিতো হলেন, মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্ৰামের শওকত আলীর ছেলে সোহেল রানা।
সোমবার ১৯/০৬-২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক এ কুষ্টিয়া পুলিশ সুপার এর নির্দেশে মোঃ ছাববিরুল আলম অফিসার ইনচার্জ কুমার খালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান এ পাঁচ কেজি গাঁজাসহ সোহেল কে আটক করে।
ঘটনা সূত্রে জানা গেছে সোহেল মোটরসাইকেল করে গাঁজা রাজবাড়ী দিকে নিয়ে যাচ্ছিল, সাথে এমন অবস্থায় মোটরসাইকেল চেক করার জন্য থামানোর চেষ্টা করলে সোহেল পুলিশ সদস্য কে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এমন অবস্থায় এস আই সুলতান মাহমুদ তার পিছু নিয়ে তাকে ধরে ফেলে এবং তল্লাশিতে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করে।
এমন অবস্থায় সোহেল রানা বিরুদ্ধে কুমার খালী থানায় একটি মামলা দায়ের করা হয়।