মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুরের মুজিবনগরে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দীপক হােসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর বিজিবি ক্যাম্পের হাবিলদার মােহাম্মদ রফিক।
এর আগে শুক্রবার বিকালের দিকে মাদকসহ দিপককে আটক করা হয়। আটককৃত দীপক জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের উজ্জল হোসেনের ছেলে।
মুজিবনগর বিজিবির হাবিলদার মােহাম্মদ রফিক জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১১ কেজি গাঁজাসহ দীপককে আটক করা হয়। তবে দীপকের সঙ্গী রাজু পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।