মেহেরপুরের চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু
মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী(৫১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৫৫ মিনিটে তার মৃত্যু হয়। কয়েদি মনসুর নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে। মুনসুর আলীর কয়দি নং-সিআর ৪৬৩/২২।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সূত্রে জানা যায়, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ অবস্থায় দুপুর ১টা দিকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদি মুনসুর আলী মৃত্যুবরণ করে।