মেহেরপুর চাল কুমড়ার অভাবে বড়ি দিতে পারছেন না মা বোনেরা

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

স্টাফ রিপোর্ট : মেহেরপুর গাংনী সহ চাল কুমড়ার সংকটে এই বছর পারছেন না বড়ি দিতে।তবে যারা ব্যাক্তিগত ভাবে বাড়ীর আঙ্গিনায় বিজ বপন করে রেখেছিলেন তারাই এই বড়ি দিতে পারছে। গত বছরের তুলনায় এই বছর চাল কুমড়ার বড়ি নেই বললেই চলে। যাদের বড়ি দেওয়ার সমর্থন আছে তারাও কুমড়ার অভাবে দিতে পারছেন না।গত বছর হাট বাজারে কুমড়া বিক্রি করতে দেখা গেছে কিতু এই বছরে দেখা মিলছে না।কিছু কিছু কুমড়া পাওয়া গেলেও এক একটা কুমড়ার দাম আকাশ ছোয়া।
এদেকে,অলস সময় পার করছে বড়ি দেওয়া মেশিন মালিক রা। মিল মালিক আবুল কালাম আজাদ জানান,গতবছরের তুলনায় এই বছর ২৫% মানুষ বড়ি দিচ্ছ না। কারন জানতে চায়লে তিনি বলে, কুমড়া সংকট তার প্রধান কারন।শীত আসলেই আগে এই সময় গ্রাম গঞ্জে বড়ি দেওয়ার ধুম পড়ে যেতো এই বছর তার উল্টা। যার নিজের কুমড়া আছে তাদের কেই বড়ি দিতে দেখা যাচ্ছে।

Share This Article