মেহেরপুর পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে মাসিক পুলিশ- ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা জজ আদালত মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে আদালতের মামলার বিবরণ ও বিভিন্ন থানার মুলতবি পরোয়ানার বিবরণ তুলে ধরা হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমূখ।
কনফারেন্সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, জেলার বিভিন্ন থানায় তদন্ত থাকা অবস্থায় তদন্তকার্য দ্রম্নততা ও দক্ষতার সঙ্গে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ করতে হবে। যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করত: তাদের নিরাপত্তা বিধান, গ্রেপ্তারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার আহবান জানান।