মেহেরপুর বোমা বিস্ফোরণ আহত ১

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

মেহেরপুরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কৃষক আহত

গাংনী অফিস ঃ মেহেরপুরে সিমান্তবর্তি শোলমারি গ্রামে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে সোহান হোসেন নামের এক কৃষক গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে সদর উপজেলার শোলমারি গ্রামের মহিষাখোলা মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত সোহান শোলমারি গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কৃষক সোহান সকালে নিজ জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মহিষাখোলা মাঠে একটি কলাবাগানের মধ্যে পলিথিনে পা বেঁধে পড়ে গেলে পরিত্যক্ত বোমা টি বিস্ফোরণ হয়।

এতে সোহানের হাত সহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। বোমা বিস্ফোরণের ঘটনায় মাঠে কাজরত অন্য কৃষকরা ছুটে এসে আহত অবস্থায় সোহান কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তার অবস্থা অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফাড করে ইমারজেন্সিতে কর্মরত ডাক্তার।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বোমা বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিজিবিসহ

পুলিশের একাধিক টিম বোমা বিস্ফোরণ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা নাশকতার জন্য বোমা টি রেখেছিলো তদন্তের পর বলা যাবে।

Share This Article