মেহেরপুর সড়কে ছিনতাই নগদ অর্থ লুটের অভিযোগে ৫ জন আটক।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

অনলাইন ডেস্ক

ভয়েস অফ মেহেরপুর

গত ২৯ -১০- ২০২৪ তারিখ মেহেরপুর সদর থানাধীন তেঘরিয়া পুলিশ ছাউনি হতে রামদাস পুর যাওয়ার পথে শিবপুর রোডের সংযোগস্থলে রাস্তার উপর সন্ধ্যা অনুমান ৭:৩০ ঘটিকা হইতে ৮.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা আসামিরা দুজন মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেলের প্রতিরোধ করে মোটরসাইকেল আরোহী দুইজনকে মারপিট করিয়া তাদের নিকট থাকা নগদ অর্থ এবং তাদের সাথে থাকা একটি TVS Apache RTR 4v লাল রঙের মোটরসাইকেল ছিনাইয়া নিয়ে যায়। এই সংক্রান্তে মেহেরপুর সদর থানায় মামলা নম্বর-১৫ তারিখ ১২-১১-২০২৪ রুজু হয়। অত্র মামলার তদন্ত কালে অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আই (নি:) অরুণ কুমার দাস মেহেরপুর সদর থানা , এস আই(নি:) মো মনিরজ্জামান মিলন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মেহেরপুর দের সমন্বয়ে একটি চৌকষ অভিযানিক দল তথ্যপ্রযুক্তি সহায়তায় মামলার ঘটনার সহিত সরাসরি জড়িত আসামি ১। মোঃ নাজির (৫৫) পিতা- মৃত ফকির আলী সাং-সাহেবনগর ২) মোঃ ফারুক হোসেন @ বেল্টূ আলী (৪১) পিতা-মো কোরবান আলী @ কাবরান আলী নওয়াপাড়া (সুইচ গেটের পাশে) উভয় থানা-গাংনী জেলা-মেহেরপুর ৩) সাহেব আলী (৪৫) পিতা-মো আব্দুল হাকিম সাং-রামনগর থানা ও জেলা-মেহেরপুর ৪) মোঃ লিটন আলী @ লিটন মেম্বার (৪২) পিতা- মৃত নূরুল ইসলাম @ নুরু মেলেটারী সাং-কাজীপুর হাজিপাড়া থানা-গাংনী জেলা-মেহেরপুর ৫) মোঃ পারভেজ আহম্মেদ @ পল্টূ (৪৩) পিতা- মৃত রেজাউল হক সাং-তেকালা পশ্চিম পাড়া A/P সাং-মথুরাপুর পশিম পাড়া শ্বশুর হারেজ উদ্দিন বিশ্বাস এর বাড়ি থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়া দের কে গাংনী থানা, মেহেরপুর সদর থানা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় অভিযান পরিচালনা করিয়া আসামিদের গ্রেফতার করেন। পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তি মোতাবেক মামলার লুণ্ঠনকৃত মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক ১৪-১১-২০২৪ তারিখ ভোর ৫:৫০ ঘটিকার সময় জব্দ করা হয়।

Share This Article