জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সরকারি কলেজের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। স্বরচিত কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলেজ কনফারেন্স রুমে উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক খুরশিদ আলম, সহকারী অধ্যাপক বশির আহাম্মেদ, সহকারী অধ্যাপক কাবিল উদ্দিন, প্রভাষক মীর মাহফুজ প্রমুখ।