মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে আজ সকাল ১১: ৩০ মিনিটে সদ্যপ্রয়াত প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এস এম জিয়াউল ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, সহযোগী অধ্যাপক গাজী নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক খেজমত আলি মালিথ্যা, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক কাবিল উদ্দিন, সহকারী অধ্যাপক খসরু ইসলাম, সহকারী অধ্যাপক ফুয়াদ খান, সহকারী অধ্যাপক নজির আহমেদ সিদ্দিকী, প্রভাষক আউলিয়া খাতুন, প্রভাষক মীর মাহফুজ আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন জিয়াউল ইসলামের সহধর্মিণী, কন্যা নওশীন ও নওরীন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ইমাম মওলানা আহাম্মেদুল্লাহ।