মেহেরপুর সড়ক দুর্ঘটনায় নিহত ১
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ওহিদুল ইসলাম (রহিদ) নামে ১ জন নিহত। নিহত ব্যাক্তি কাজিপুর নিমস্বরনপাড়ার মৃত জহুর আলীর বড় ছেলে
নিহত ওহিদুল ইসলাম জেলার মুজিবনগর সরকারি কলেজের ডেমোবেস্টেটর পদে চাকরি করেন। মৃত্যু কালে ২ পুত্র সন্তান অনিক ও আকিব, স্ত্রী মোছাঃ চম্পা খাতুন ও মাতা, জীবিত আছে। তিনি মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহপাড়ায় বসবাস করে আসছিলেন।
মঙ্গলবার (২জুলাই) রাত ৯.৩০টার দিকে তিনি ইন্তেকাল করেন।
এর আগে সন্ধ্যার দিকে ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় নামক স্থানে একটি চলন্ত যানবাহনের ধাক্কায় আহত হন।
স্থানীয়রা জানান, ওহিদুল মেহেরপুর শহরের টিএনটি মােড় দিয়ে হেঁটে শহরের পৌর ঈদগাহ পাড়ার নিজ বাসায় ফিরছিলেন। এসময় একটি দ্রুতবাহি যানবাহন তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় তিনি সড়কের পাশে লুটিয়ে পড়ে মারাত্বক ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।