মোবাইলে ম্যাসেজ দিয়ে কান হারালেন কাবরান

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

গাংনীতে বোনের মোবাইলে এসএমএস দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মোবাইলে এসএমএস দেওয়াকে কেন্দ্র করে কাবরান (২৬) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মুন্দা (মাঝেরগ্রাম) গ্রামে এ ঘটনা ঘটে। আহত কাবরান আলী মাঝেরগ্রামের নাসির উদ্দিনের ছেলে।

গাংনী থানা পুলিশের বামুন্দি ক্যাম্প ইনচার্জ ইসরাফিল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় হামলাকারী রাইদুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। রাইদুল ইসলাম মাঝেরগ্রামের পুরাতন পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

স্থানীয় ডিশ কেবল টেকনিশিয়ান নাহারুল ইসলাম জানান, রোববার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কাবরান মাঝেরগ্রামে আফজালের চায়ের দোকানে বসেছিল। এ সময় একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাইদুল ও জাহিদুল তার বোনের মোবাইলে এসএমএস দেয়ার অভিযোগ তুলে কাবরানকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share This Article