মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে রঙ্গিলা খাতুন (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার জামাই। নিহত রঙ্গিলা করমদী গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। হত্যাকারী জামাই বাদশা মিয়া একই গ্রামের শাহাবুর পাড়ার রবিউল ইসলামের ছেলে।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে করমদী গ্রামের মাঠপাড়ায় এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বাদশা আজ মঙ্গলবার সকালের দিকে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। শ্বশুর বাড়িতে অবস্থান কালে স্ত্রী রিমি খাতুনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমানে বাদশা তার শ্বশুর বাড়ির পাশে একটি গাছে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। এসময় শ্বাশুড়ি তাকে আত্মহত্যার কাজে বাধা দিতে যান। বাদশা ক্ষিপ্ত হয়ে তার শ্বাশুড়ি রঙ্গিলা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। স্থানীয় কয়েকজন জানান,বাদশাকে ঠেকাতে গিয়ে তার স্ত্রী রিমি হামলার শিকার হন।
এদিকে, খবর পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,হত্যাকারী বাদশাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।