সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবীতে জাতীয় সাংবাদিক সংস্থা গাংনীতে মানববন্ধন

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

 

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবীতে গাংনীতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি:
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার গাংনী উপজেলা শহরের কাথুলী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা, গাংনী উপজেলা শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, শাখার সভাপতি আনোয়ার হোসেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পথিকের পাঠশালার পরিচালক ও আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, গাংনী উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পথিক।
এসময় অন্যান্যের মধ্যে আইন-সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপজেলা শাখার সহ-সভাপতি হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা শাখার সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, রবিউল ইসলাম, রাশেদ খান, দিলরুবা, মরজেম হোসেন, মজিবর রহমান, জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন, আমাদের সূর্যোদয়ের আবুল হোসেন ও দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুনসহ গাংনী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share This Article