সাংবাদিক মুন্নী সাহা ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

ভয়েস অফ মেহেরপুর

অনলাইন ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজার থেকে প্রথমে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেয় টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে। সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিন্টু রোডে তাদের হেফাজতে নেয়।

শনিবার রাতে কারওয়ান বাজার এলাকায় তাকে দেখে প্রথমে স্থানীয়রা ঘিরে ধরে। তারা মুন্নী সাহাকে ঘিরে ধরে স্লোগান দেয়। পরে সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। সবশেষে অসুস্থতাজনিত সমস্যার কারণে জামিন নেওয়ার শর্তে রাতেই তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

শনিবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

সাংবাদিক মুন্নী সাহা টিভি চ্যানেল এটিএন নিউজে শুরু থেকে যুক্ত ছিলেন। ২০২৩ সালের ৩১ মে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে এক টাকার খবর নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার পরে রাজধানীর কারওয়ান বাজারে ‘এক টাকার খবরে’র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। জনতা টাওয়ারের সামনে সবজি কেনার সময় জনতার তোপের মুখে পড়েন। বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

তাদের কাছ থেকে ডিবি হেফাজতে নেওয়া হয় মুন্নি সাহাকে। ডিবি কার্যালয়ে যাওয়ার পর তার প্যানিক অ্যাটাক হওয়াসহ অসুস্থতা দেখা দেয়। তখন ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তসহ নানা দিক বিবেচনায় রাতেই তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন মুন্নী সাহা। এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে তাদের হেফাজতে নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক বলেন, পুলিশ মুন্নি সাহাকে আটক করেনি। স্থানীয় জনতা তাকে আটক করলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এক পর্যায়ে তাকে ডিবিতে আনার পরে প্যানিক অ্যাটাক হওয়াসহ অসুস্থ হয়ে পড়েন। এ কারণে ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

 

Share This Article