৫ আগস্ট না হলে আমি আজ ওসি হতে পারতাম না বিএনপি কর্মী সভায় ওসি ময়নুল

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
2 Min Read

অনলাইন ডেস্ক

নিজেকে নির্যাতিত দাবি করে কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য প্রদান করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। ৫ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না বলেও মন্তব্য করেন।

গত বুধবার বেলা ১১টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওসি মঈনুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‌’আপনারা দুই মিনিট শোনেন, বিনীত অনুরোধ করি কেউ চিল্লায়েন না। গত ১৫-১৬টা বছর কোথায়-কীভাবে ছিলেন আপনারা, আমার চেয়ে আপনারা ভালো জানেন। কোথায় কীভাবে কষ্ট করছেন, ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, আমাকে বাধ্য করেছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না, আমিও ছিলাম, এরকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আমি বিনীত অনুরোধ করি, আপনাদের অনেক কষ্টের ফলে, ত্যাগ-তিতিক্ষায় আজ আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন।’

তিনি আরও বলেন, ৫ আগষ্ট হয়েছে বলেই আমি আজ ওসি। আপনাদের সামনে সুযোগ এসেছে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।

এদিকে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওখানে গণ্ডগোল হচ্ছিল, আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি। আমি কোন রাজনৈতিক বক্তব্য রাখিনি। শান্ত করার জন্য বক্তব্য দিয়েছিলাম।’

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, এ ধরনের কোন খবর আমাদের কাছে নেই। স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোন পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোন পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

উল্লেখ্য, খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share This Article