মেহেরপুর শোলমারী বজ্রপাতে ২ জন নিহত।

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

মেহেরপুর শোলমারী বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু। শুক্রবার বিকাল ৪ টার সদর উপজেলার শোলমারী গ্রামের পাঠান পাড়ায় ঘাস কাটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শোলমারী গ্রামের দোয়াত আলীর ছেলে ছোট খোকন (৩৫)ও একই গ্রামের সামেদ আলীর ছেলে শাহা আলম।

স্থানীয় ইউ,পি সদস্য জানান, মোঃ গোলাম মর্তুজা  মতু বলেন বিকেলে বৃষ্টির মধ্যে খোকন ও শাহা আলম গরু ছাগলের জন্য বাড়ীর পাশের মাঠে ঘাস কাটছিলো,এমন বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনা স্থানেই দুজন মারা যায়। এলাকার লোক জন উদ্ধার করে তাদের কে বাড়ীতে নিয়ে আসে।

Share This Article