গাংনী কাজিপুর ৪৭ বিজিবি এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত।
রবিবার (১৬ আগস্ট) ২২ ইং মেহেরপুর গাংনী উপজেলার সীমান্ত বর্তী কাজিপুর কাচারীবাজার সংলগ্ন একটি মাদ্রাসায় কুষ্টিয়া ব্যাটানিয়ম(৪৭)বিজিবির উদ্যেগে ফ্রী মেডিকেল কেম্পাইন অনুষ্ঠিত হয়েছে।সেই সময় এলাকার বিভিন্ন পাড়া মহল্লার অসহায় গরীব দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা ও ফ্রী ঔষধ বিতরন করা হয়।
উক্ত মেডিকেল কেম্পেইন এ চিকিৎসা সেবা দেন চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অফিসার মেজর মোঃ ফাইজুম সালেহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহমান এবং উপস্থিত ছিলেন কাজিপুর কোম্পানি কমান্ডার ও বিজিবির অন্যান্য সদস্য গন।
বিজিবির এই মহত উদ্যেগ কে স্বাগত জানিয়েছে কাজিপুর এলাকা বাসী আজকের ফ্রী মেডিকেল কেম্পেইন এ চিকিৎসা সেবা দেন ১২০ থেকে ১৫০ জন হতদরিদ্র গরীব অসহায়দের এছাড়া ফ্রী মেডিসিন প্রদান করা হয়।