নামসর্বস্ব মেডিকেল কলেজে যেভাবে চলে প্রতারণার চক্র

admin
admin
3 Min Read

আসেন, একটা প্রতারণা দেখি এবং সেটা ঠিক কতটা ভয়াবহ সেটা জানি। পড়া বন্ধ করেন এবং প্রথম ছবিটা মনোযোগ দিয়ে দেখেন।

দেখসেন? একটা খবরের কাগজে বিজ্ঞপ্তি দেয়া যে একটি মেডিকেল কলেজে কিছু পোস্টে ডাক্তার নার্স নেয়া হবে। উত্তম সংবাদ। কর্ম সংস্থান হচ্ছে এবং মানুষের চিকিৎসা পাওয়ার জায়গা তৈরি হচ্ছে।
মজার ব্যাপার হল, প্রায় সকল ডিপার্টমেন্টে এক বা একাধিক মিড লেভেল এবং সিনিয়র লেভেলের লোক নেয়া হচ্ছে! একটা কোম্পানি এভাবে বিজ্ঞাপন দিলে ধরে নিতাম যে একদম নতুন, তাই সব জায়গা খালি। কিন্তু একটা আড়াইশো শয্যার মেডিকেল কলেজ হসপিটাল তো ভাই হুট করে হয় না। নিতান্ত বেকুব না হলে পুরা মেডিকেল কলেজ হসপিটাল একবারে কেউ চালু করতে যায় না। আগে হসপিটাল হয়, সেটা রানিং থাকে, সেখানে শেখার মত রোগী থাকে, তারপরে সেখানে মেডিকেল কলেজ হয়। এখানে তার কোন কিছুই নেই!? ইভেন নার্স ও নেই?! তাহলে কি ইনারা বেকুব?

এইবার আসেন দ্বিতীয় ছবিটাতে। বাংলাদেশের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (BM & DC) সেই প্রতিষ্ঠান যারা মেডিকেল কলেজ থেকে পাস করে বের হওয়া ডাক্তারদের নিবন্ধন দেন। তারা নিবন্ধন না দেয়া পর্যন্ত আপনি আইনত এই দেশে ডাক্তারি করার অধিকার রাখেন না। তারা এই বছরের ফেব্রুয়ারি মাসে 6টি মেডিকেল কলেজের একটা লিস্ট প্রকাশ করেছে যেসব মেডিকেল কলেজের থেকে কেউ ‘ পাস করেছি ‘ দাবি করলেও তারা নিবন্ধন দেবে না। কারণ এগুলো সাইনবোর্ড সর্বস্ব।
ছয় নম্বরের নাম দেখতে পান? জ্বি, সেটা এই মেডিকেল কলেজের নাম। এটাই তাদের ব্যবসার মডেল। তারা মোটেও বেকুব না। অত্যন্ত ঘোরেল মক্কেল। তারা মেডিকেল ভর্তির আগে গা ঝাড়া, মাথা চাড়া দিয়ে উঠেন, কিছু ডাক্তার নার্স নিয়োগ দেন (যারা নিয়োগ পান, তারা জেনেশুনে যান নাকি না জেনে, তা জানি না) এরপর এইসব শিখণ্ডী দেখিয়ে তারা মেধাতালিকায় যেকোন অবস্থানে থাকা ছাত্রছাত্রী ভর্তি করেন। আগে ভর্তি পরীক্ষায় পাস না করলেও চলত, এখন নিয়ম করা হয়েছে যে কমপক্ষে পাস(!) করতে হবে (মানবে কিনা জানিনা)।

ভর্তি হওয়ার পর উনারা গাট্টি বাত্তি গোল করে উবে যান। ছাত্রছাত্রীরা রাস্তায় ঘুরতে থাকে অন্য মেডিকেল কলেজে মাইগ্রেশনের আশায়। আন্দোলন চলে, একজন আরেকজনকে দেখিয়ে দেন, কেউ কোন সমাধান দিতে পারেন না। এই তালিকার Care Medical College এর ছাত্রছাত্রীরা আজও রাস্তায় ঘুরছে বলেই জানি।
ছাত্রছাত্রীরা কেন ভর্তি হয় এই প্রশ্ন অনেকেই তুলেন। কিন্তু জেনে রাখেন, যে মান নিয়ন্ত্রণ বা প্রতারণা ঠেকানোর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের ঘাড়েই বর্তায়, ব্যাক্তির ঘাড়ে না।
মানুষজনকে প্লিজ জানান যে ভর্তি হওয়ার আগে একটু খোঁজ নিয়ে দেখতে সেই মেডিকেল সম্পর্কে। নয়তো কষ্টের পয়সা দিয়ে ভর্তি হয়ে টাকা, সময়, এফোর্ট সবই জলে যাবে।

Share This Article