ভয়েস অফ মেহেরপুর
আন্তর্জাতিক সংবাদ
বাশারের সঙ্গে বিচ্ছেদ চাইলেন স্ত্রী:
সময়টা মোটেই ভালো যাচ্ছে না বাশার আল আসাদের। ক্ষমতা গেছে আগেই। সিরিয়া ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আশ্রয় নিয়েছেন রাশিয়ায়।
এবার ঘরও ভাঙছে। বিবাহবিচ্ছেদ চেয়েছেন বাশারের স্ত্রী আসমা আল আসাদ। মস্কোর জীবন তাঁর ভালো লাগছে না মোটেই। তিনি লন্ডনে ফিরে যেতে চান।
বাশারের স্ত্রী আসমা সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ। তাঁর দ্বৈত নাগরিকত্ব রয়েছে। লন্ডনেই আসমার জন্ম এবং বেড়ে ওঠা। বাশারও লন্ডনে পড়তে যান।
সেখানেই তাঁদের আলাপ এবং প্রেম। এরপর ২০০০ সালে দুজনে গাঁটছড়া বাঁধেন। জেরুজালেম পোস্ট জানিয়েছে, আসমা মস্কোতে থাকতে চাইছেন না। ক্ষমতাচ্যুত স্বামী সেখানে নির্বাসিত জীবনযাপন করলেও হাঁপিয়ে উঠেছেন তিনি। ফলে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন।
আবেদনটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। এ দম্পতির তিন সন্তান। হাফেজ, জেইন এবং করিম। তুরস্ক এবং আরবের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসমা রাশিয়ার আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। মস্কো ছাড়ার অনুমতিও চেয়েছেন তিনি। তবে এখনো অনুমোদন মেলেনি। তাঁর আবেদন বিবেচনা করে দেখছে রাশিয়ান কর্তৃপক্ষ। এদিকে দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ান সরকার বাশার আল আসাদের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে ২৭০ কিলো সোনা, ২ বিলিয়ন মার্কিন ডলার এবং মস্কোর ১৮টি অ্যাপার্টমেন্ট।