২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

আন্তর্জাতিক ডেস্ক: ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৫৪৪ জন গ্রেফতারের শিকার হয়েছেন।

 

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

Share This Article