ভয়েস অফ মেহেরপুর
মন কখনো আটকে যাবে
তার রাখেনি খোঁজ
আত্মভোলা নিজেই এখন
ডুবছি আমি রোজ।
একলা মনেই স্বপ্ন দেখি
এইতো বুঝি এলে,
আমার জীবন জুড়ে কল্পলোকে
যেমন তুমি ছিলে।
আমার চোখের পাতা ভীষণ ভারি
জল ঝরছে অবিরত
আমি ভীষণ আত্মভোলা
চলছি নিজের মতোই।
আমার সবটা জুড়েই আছে কেবল
শুধুই ক্লান্তি গুলো।
জীবন আমার এখনো তেমন
যেমন আগে ছিলো।