আমাকে একখন্ড মৃত্যু দিন মহামান্য আদালত সাথে একফালি জোসনা | শ্বাশত নিপ্পন

শ্বাশত নিপ্পন
শ্বাশত নিপ্পন
2 Min Read

ধর্মাবতার,
জানি, ‘ হুকুম নড়ে না ‘–
তবুও, এই জনদগ্ধ কক্ষে
শুধু একটি বার বিবেচনা করুন!
শুধু একটি বার কান পেতে বিষন্ন বাতাসের হুতাশন শুনুন… বিবেচনা করুন– ধর্মাবতার।

আমি মৃত্যু চাই ;
মৃত্যুই আমার গোপন প্রেম — বিশ্বাস করুন ইওর ওনার ।
আমি কবিতা ও কবিতার গভীরতার কথা
আমি মৃত্যু ও মৃত্যুর অমরত্বের কথা বলতে এসেছিলাম —
“আজ আমি কারো রক্ত চাইতে আসিনি.. ”

গহীন নৈশব্দে,
চাঁদ যখন গৃহত্যাগের হাতছানি দেয়,
তখন, ঠিক তখন ধূসর হাসনুহেনার সাথে মৃত্যুও অভিসারী হয়।
মৃত্যুই আমার নিবিড় প্রেম —

“মরণ রে তুহু মম শ্যাম সমান “…

কেবল সেই পারে আমাকে থিতু করতে
দূর দ্বীপবাসী প্রেমিকা যা পারেনি।
আমার বিক্ষিপ্ত রক্ত প্রবাহকে সেই পারে প্রশান্ত করতে, –যা আমার মা পারেনি।

মৃত্যু আমাকে বোধির করবে,
করবে দৃষ্টিহীন,
মানিপ্ল্যান্ট জড়ানো ঐন্দ্রিলার মত হৃদয়হীন করবে…

মাইলড,
আপনি আমাকে মৃত্যু দিন।
শিরচ্ছেদ নয়, হেমলক নয়, ফাঁসি নয় — আমি মৃত্যু চাই
” প্রাণ ভরিয়ে, নেশা হরিয়ে ”
আমাকে মৃত্যু দিন মাইলড—
বর্ষণ মূখর রাতে প্রস্ফুটিত কদমের মত সুন্দর মৃত্যু!
সেই মেয়েটি — যে বরফের মাঠে খেলা করে,
যার চুম্বন চিহ্ন আজো আমার হৃদয় জুড়ে–
তার চুলের গভীরতার মত,
তার মসৃণ শরীরের স্নিগ্ধতার মত সুন্দর মৃত্যুর জন্য
আমার এই প্রতীক্ষা আজ উৎসর্গকৃত।
হেমলক নয়, শিরচ্ছেদ নয়, ফাঁসি নয় — এক টুকরো নিটোল মৃত্যু চাই।

আমাকে একখন্ড মৃত্যু দিন মহামান্য আদালত
সাথে একফালি জোসনা…

২৩/০৫/২০২৩ খ্রি:
দুপুর ১.৪০ মি:, অফিস কক্ষ।

Share This Article