কাফন সাদা কার্তিকের কুয়াশায় | কবিতা

সীমান্ত মনির
সীমান্ত মনির
1 Min Read

হয়ত চিতা নিভে গেছে
কাফন সাদা কার্তিকের কুয়াশায়
পড়ে আছে চন্দন কাঠ
কি ছিল সেই ডাবের মানে
এত ভালো লেগেছিল কেন লোহার ট্রাম
যদিও পৃথিবীকে তোমার প্রয়োজন ছিল না
জ্বলন্ত আগুন কি তোমার আর এক প্রেমিকা ছিল
এত নীরবতা বেঁচে থাকে না পৃথিবীতে
পৃথিবীতে এত প্রেম মানানসই নয়
কবির জন্যে কারো অপেক্ষা থাকে না
তবুও সমুদ্রের কাছে ফিরে যেতে পারতে
শিশুর চোখ থেকে ধার নিতে আর একটু সময়

অথবা তুমি কি ভেবে ছিলে
মৃত্যু আর এক বিকল্প জীবন মাত্র
মগজের গভীরে ডুব দিয়ে
কেন পেরিয়ে ছিলে এত সময়
সমকাল পেরিয়ে যাওয়া কোন মানুষই
পৃথিবীতে বাঁচে না
সমকাল পেরিয়ে যাওয়া কোন চোখ
চায় না পৃথিবী

এখন যতদূর দেখি
শুধুই তোমার না লেখা কবিতা

– সীমান্ত মনির

Share This Article