হয়ত চিতা নিভে গেছে
কাফন সাদা কার্তিকের কুয়াশায়
পড়ে আছে চন্দন কাঠ
কি ছিল সেই ডাবের মানে
এত ভালো লেগেছিল কেন লোহার ট্রাম
যদিও পৃথিবীকে তোমার প্রয়োজন ছিল না
জ্বলন্ত আগুন কি তোমার আর এক প্রেমিকা ছিল
এত নীরবতা বেঁচে থাকে না পৃথিবীতে
পৃথিবীতে এত প্রেম মানানসই নয়
কবির জন্যে কারো অপেক্ষা থাকে না
তবুও সমুদ্রের কাছে ফিরে যেতে পারতে
শিশুর চোখ থেকে ধার নিতে আর একটু সময়
অথবা তুমি কি ভেবে ছিলে
মৃত্যু আর এক বিকল্প জীবন মাত্র
মগজের গভীরে ডুব দিয়ে
কেন পেরিয়ে ছিলে এত সময়
সমকাল পেরিয়ে যাওয়া কোন মানুষই
পৃথিবীতে বাঁচে না
সমকাল পেরিয়ে যাওয়া কোন চোখ
চায় না পৃথিবী
এখন যতদূর দেখি
শুধুই তোমার না লেখা কবিতা
– সীমান্ত মনির