ভাবনায় সারাবেলা
তানিয়া জামান।
হঠাৎ করেই থমকে যাবে
ভাঙবে মনের সকল আশা
হঠাৎ ঝড়েই উপড়ে যাবে
হারিয়ে যাবে ভালোবাসা।
হঠাৎ করেই নীল আকাশটা
ভরে যাবে ভীষণ মেঘে,
হঠাৎ করেই নীরবতা
নতুন করে উঠবে জেগে।
হঠাৎ করেই বইবে বাতাস
গাছের পাতা পড়বে ঝরে,
হঠাৎ করেই ধাক্কা দিবে
আঘাত এসে বুক পাজরে।
হঠাৎ যদি সবকিছুতেই
কাঁদায় আমায় খুব গোপনে
তখন না হয় সব ভুলে
রেখো আমায় খুব যতনে।
সবই আমার কল্পলোকে
গুছিয়ে রাখি নিজের মতো
ইচ্ছে মতো ভাবনা দিয়ে
গল্প সাজায় অবিরত।