সীমান্ত মনিরের দুটি কবিতা

সীমান্ত মনির
সীমান্ত মনির
1 Min Read

১ নং

আমি পাকস্থলীর অভিশাপে মরে যাওয়া
প্রাচীন কবির উত্তরসর
এখন ঘন আঁধারের ভিতর হেটে যাচ্ছি
আকাশে আর কোন চাঁদ নেই
মৃত সময়ের সাথে হারিয়ে গেছে
বেওয়ারিশ জ্যোৎস্না
আমি আরও অন্ধকারের ভিতর হেটে যাচ্ছি
ধরো সমকালীন শ্মশান পেরিয়ে
আমি মৃত মানুষের শহরে পৌঁছেগেছি
এখানে আমার পূর্বসূরিদের
অক্ষত কফিনে চলছে
নবান্নের উৎসব

২ নং

আমি যেখানে পেচ্ছাপ করলাম
সেখানে একটি বেশ্যা দাঁড়িয়ে ছিল
রাত্রির শরীর জুড়ে নাগরিক অন্ধকার
ইউরিনে ফুলে ওঠা মাটি থেকে ঝাঁঝাল গন্ধ বেরুচ্ছে
সাইন্সল্যাবের বিজ্ঞানীরা না জানলেও
লাল লিপস্টিকের বেশ্যাটা জানে
ওই ভদ্রলোকের দেহে পরাজিত সিফিলিস

আমি একটি অমাবস্যাকে আরও আপন করে পেতে চাই

Share This Article