Voice of meherpur
মনে রেখ, হয়তো আবার একদিন আমি আসবো ফিরে
দখিনা শীতল বাতাস হয়ে,
বা কোনো পাখি ডাকা ভোরের সূর্য হয়ে।
আমি ফিরে আসবো
সকল অভিমান গুলো এক পলকে
ছুড়ে ফেলে ,
ফিরে আসবো আবার শ্রাবণ আকাশের মেঘ হয়ে।
এক পশলা বৃষ্টি হয়ে এসে তোমায় ছুঁয়ে যাবো কোনো এক বর্ষার বিকেলে,
রংধনুর সাত রঙে তোমায় রাঙাবো
না হয় জোছনা হয়ে আসবো সন্ধ্যা হলে।
আমি তোমার অজান্তেই আসবো
তোমার দেখা হাজারো স্বপ্নের ভীড়ে,
দীর্ঘ প্রতীক্ষার মাঝে আমি বারবার আসবো ফিরে।
আমি ফিরে আসবো –
আর পদচিহ্ন এঁকে যাবো তোমার হৃদয় উঠোনে।
আমি ক্লান্ত পথিকের মতো ফিরে আসবো,
বারবার তোমার টানে।
