হেমন্ত
তানিয়া জামান
হেমন্ত এসে গেছে
কুয়াশার চাদরে মুড়ে সবুজ ঘাসে শিশির ফোঁটা হয়ে
হিমেল হাওয়ায় দোলা দিয়ে বুঝিয়ে যাচ্ছে প্রতিটা ক্ষনে
হেমন্ত এসে গেছে।
হেমন্তের বেলা হেসে খেলে যায়
প্রানবন্ত জীবনে উষ্ণতা ছুঁয়ে যায়
কোকিলের সুর আজ নয় বহুদূর
হেমন্ত নিয়ে এসেছে ঝলমলে রৌদ্দুর।
ভোরের হালকা হাওয়া এসে আজ জানিয়ে দিয়ে যায়
শীতের আগমনী সুরে হেমন্তের বেলা বয়ে যায়।
মাঠ জুড়ে ভেসে আসে পাকা ধানের ঘ্রান
বয়ে যায় হালকা শীতল বাতাস
শুভ্র মেঘের আনাগোনা চলে
মেঘহীন স্বচ্ছ সুনীল আকাশ।
এ যেন জীবনের এক অপূর্ব নির্দশন হেমন্তের আগমনে
সৌন্দর্যের আভাস প্রাকৃতিক মাঝে হেমন্ত বয়ে আনে।