সোডিয়াম আলোর ভিতর
রূপসীর শরীর থেকে খসে যাচ্ছে
নরম মখমলের চাদর
তেজস্ক্রিয়তা ফুঁড়ে
বের হয়ে আসছে তীব্র দুর্ভিক্ষ
উর্দি পরা এক জন সিপাই
পুনরায় নোবেলের জন্য মনোনীত হলেন
আসুন
আমরা সম্মিলিত কোরাসে মৃত্যুর কথা বলি
সীমান্ত মনিরের কবিতা

Leave a comment
Leave a comment