বৈশাখের কবিতা – সীমান্ত মনির

সীমান্ত মনির
সীমান্ত মনির
1 Min Read

যে পরিমাণ টাকা থাকলে
শহরের পথে পথে বাঙালি সাজা যায়
সেই টাকা আমার কোন দিন ছিল না

যে পরিমাণ টাকা থাকলে
মাথায় গামছা বেঁধে
দেহে জড়ানো যায়
লাল সাদা বর্ণমালার নতুন পাঞ্জাবি
সেই টাকা আমার কোন দিন ছিল না

চৈত্রের শেষ রাত থেকে
প্রাচীর ঘেরা বাড়ির বৌদিদের শরীরে
ইলিশের গন্ধ ভাসে
পর দিন সকালে
পিঠ খোলা ব্লাউজে শোভা পায়
শুভেচ্ছা বাণী

এইসব সকালে পাতে ঘন হয়ে থাকা পান্তা ভাতে
আমার কখনও ছিল না ভাজা ইলিশ
আমি শহরের পথে পথে
তোমাদের মতো বাঙালি হতে পারিনি

অথচ আমার প্রপিতামহ
একজন ফসলের কবি ছিলেন
বৈশাখের তীব্র দুপুরে
পিতার রক্তের নালিতে নালিতে
আজও সমান্তরাল বয়ে যায়
দুর্ভিক্ষ ও নবান্নের সুর
আমি সেই মাটি খোড়া চাষাদের
উত্তরাধিকার
জন্ম চাষা

মাথায় গামছা বাঁধা বাঙ্গালি সেজে
ইলিশের বাজারে আজও আমি পৌঁছাতে পারিনি

Share This Article