ডেস্ক রিপোর্ট:
মেহেরপুরে আর্মি কমান্ডারের নিকট জোরপূর্বক পদত্যাগপত্রে সই করানোর অভিযোগ দাখিল করেছেন কাজীপুর ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান মোঃ আলম হুসাইন।
তিনি অভিযোগ করেন যে মেহেরপুরের গাংনী উপজেলার ০৩নং কাজীপুর ইউনিয়ন পরিষদের দুইবারের স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচিত, কিন্তু আজ দুপুরে দাপ্তরিক কাজে ইউনিয়ন পরিষদে গেলে কিছু উশৃঙখল মানুষ তাকে প্রাণনাশের হুমিক দিয়ে জোর করে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়। যা সম্পূর্ণভাবে অবৈধ ও বেআইনী বলে তিনি দাবি করেন। এ নিয়ে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের কমান্ডারের লিখিতভাবে অভিযোগ জানান।