দেশসেরা ভারোত্তলকের আক্ষেপ, “স্বর্ণপদক আসলেই মূল্যহীন”

২০১০ সালে হামিদুল ইসলামের হাত ধরে এসএ গেমসের ভারোত্তোলনে প্রথম সোনার পদক জয়ের অধ্যায় রচনা করেছিল বাংলাদেশ।

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
2 Min Read
ভারোত্তলক হামিদুল ইসলাম
Highlights
  • দেশের জন্য এত কিছু করে শেষ বয়সে এসে যদি ,আমার আগামীর জীবন নিয়ে ভাবা লাগে তাহলে , আমার জীবনে খেলাধুলায় ভুল, কোন দাম নেই।
  • ভারোত্তলন আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিলো ।
দেশসেরা ভারোত্তলক মেহেরপুর জেলার কৃতি সন্তান হামিদুল ইসলাম তার নিজস্ব ফেসবুক প্রোফাইলের পোস্টে আক্ষেপ করেন। পঞ্চাশ পেরোনো এ ক্রীড়াবিদ এখন অনিশ্চিত ভবিষ্যৎ জীবনের কথা ভেবে অনুশোচনায় ভুগছেন যে, দেশের জন্য এতগুলো অর্জন বয়ে নিয়ে এসে তিনিই রিক্ত হয়ে গেছেন।
হামিদুল ইসলাম
” স্বর্ণ পদক আসলেই মূল্যহীন ,
আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই বাংলাদেশের হয়ে খেলাধুলা করা ,তার চেয়ে বড় ভুল এই দেশে জন্ম নেওয়া , কারণ এই দেশের হয়ে এতবছর সার্ভিস দিয়ে দেশ আমাকে আমার শেষ সময়ে কিছুই দেয়নি। সেই ১৯৯৪ থেকে জাতীয় খেলা শুরু আর ১৯৯৯ থেকে আন্তর্জাতিক খেলা শুরু ,দেশের জন্য রক্ত পানি করে আন্তর্জাতিক থেকে পদক এনেছি অনেকবার। সর্বশেষ বাংলাদেশ গেমসে রেকর্ড সহ স্বর্ণ পদক এনেছি। আর সাফ গেমস এ দেশের জন্য আমার অবদানের কথা বাদই দিলাম , সোনা , রৌপ্য , তাম্র পদক , এমন রেকর্ড আমি জাতীয়তে করে রেখেছি যা কেউ আজ অব্দি ছুতেও পারেনি।
কিন্তু দেশ আমাকে কি দিয়েছে???
বয়স এখন ৫০+ , এই ৫০ বছরে দেশ কে আমি যা দিয়েছি তাতেই আল্লহামদুলিল্লাহ।
দিন শেষে আমি বলবো ভারোত্তলন আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিলো । “
হামিদুল ইসলামের মেডেল
অন্য আরেকটি পোস্টে তিনি জানান,
” দেশের জন্য এত কিছু করে শেষ বয়সে এসে যদি ,আমার আগামীর জীবন নিয়ে ভাবা লাগে তাহলে , আমার জীবনে খেলাধুলায় ভুল, কোন দাম নেই।
কিন্তু হিসাব টা তো এমন হওয়ার কথা যে আমার আগামীর কথা দেশের ভাবার কথা আর ,আমি আজ দেশের. আগামী তৈরীতে কাজ করছি। আমি দেশ নিয়ে চিন্তা করি ভালোবাসি বলেই এখনো দেশের হয়ে কাজ করছি।
কিন্তু আমার আগামী কি দেশ ঠিক করে দিয়েছে ?? উত্তর টা দিবেন সবাই , আপনারা দেশের নাগরিক। আপনারাই আমার দেশ।”
উল্লেখ্য যে, হামিদুল ইসলাম বাংলাদেশের ভারোত্তলক জগতের পথিকৃৎ। সাফ গেমস, এসএ গেমস সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করেছেন তিনি।
Share This Article