গাংনীতে বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

সুজন মাহমুদ
সুজন মাহমুদ
1 Min Read

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে লাভলু হোসেন (৪০) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের শালদহ গ্রামের নওদা মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লাভলু হোসেন শালদহ গ্রামের লালু হোসেনের ছেলে।

রায়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলাম জানান, লাভলু হোসেন দুপুরে গোসল করার সময় বাড়ির বৈদ্যুতিক পাম্পে পানি না পেয়ে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য পাম্পের নিকটে যায়। এ সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান তাকে মৃত ঘোষণা করেন।

Share This Article