গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আহত
নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক শিকল পত্রিকার মেহেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম (৪২) আহত হয়েছেন।
রবিবার (১৭ জুলাই), সন্ধার দিকে গাংনী উপজেলার বামুন্দী-কাজীপুর সড়কের বালিয়াঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক মনিরুল মোটরসাইকেলযোগে গাংনী থেকে নিজ বাসভবন নওদাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিয়াঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তিনাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তিনাকে নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠান।
তিনার স্ত্রী জানান, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার কারণে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়েছে।